১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রনকারী বীরমুক্তিযোদ্ধা হরেন্দ্র নাথ বর্মন (৭২) কে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন । ২৪ এপ্রিল (শনিবার) ভোর ৫টার সময় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন।
আজ শনিবার দুপুরে সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের সাপটি পুকুর পাড়ে তাকে হিন্দু ধর্মের রীতিনিতী শেষকৃত্য সম্পন্ন করা হয়।
এর আগে সাপটি পুকুর পাড় মাঠে তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সন্মান গার্ড অব অর্নার প্রদান করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি চৌকষ দল । এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, রুহিয়া থানার এস আই শফিক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সুবোধ চন্দ্র রায়, নরেন্দ্রনাথ প্রমুখ।
#CBALO/আপন ইসলাম