ঝালকাঠিতে প্যাকেজে ছাড়া মিলছে না টিসিবির পণ্য । দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার সারাদেশে টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে ৫টি পন্য বিক্রি শুরু করলেও ঝালকাঠিতে ডিলাররা প্রত্যেক ক্রেতাকে ৫টি পন্য প্যাকেজ আকার কিনতে বাধ্য করছে। এতে অনেক সাধারন ক্রেতার পক্ষে এসব পন্য কেনা সম্ভব হচ্ছে না। অন্যদিকে সকাল ১০ টা থেকে বিক্রি শুরুর কথা থাকলেও এখানে বিকেল ৩টার আগে কোন ডিলার পন্য বিক্রি শুরুই করছেনা।
আর এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে ডিলারা বলছেন, সরকার ৫টি পন্য বিক্রির নির্দেশ দিলেও ক্রেতারা ২/৩টি পন্য ছাড়া বাকি ২টি পন্য অবিক্রিত থেকে যাওয়ায় তার চরম লোকসানে পড়ছে। আর বরিশাল টিসিবি গোডাউন থেকে পণ্য আনতে যেমন ডেলিভারী শ্রমিকদের কাছে লাঞ্চিত হতে হয়, তেমনি সিরিয়াল দিয়ে বিকাল ২/৩টার আগে মাল ছাড়াতে পারছেনা। জেলা প্রশাসনও এসব সমস্যার কথা স্বীকার করে সমাধানের আশ্বাস দিয়েছে।
সরেজমিন খোজ নিয়ে জানা গেছে, ঝালকাঠি সদরসহ ৪ উপজেলায় মোট ৩০ জন ডিলার নিযুক্ত করা হয়েছে। এসব ডিলারকে বরিশাল থেকে মালামাল আনতে হয়। তারা জানান টিসিবির বরিশাল গুদাম থেকে পণ্য খালাস করে ঝালকাঠি আনতে বিকেল হয়ে যায়। ক্রেতারা পন্যের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থাকে। আবার মালামাল কিনে বাড়ি ফিরতে অনেকেরই রাত হয়ে যাওয়ায় সাধারন মানুষ ভোগান্তির মুখে পড়ছে।
সরেজমিন ক্রেতারা অভিযোগ করেন, ঝালকাঠিতে টিসিবির ন্যায্য মূল্যের পন্য সকাল ১০ টা থেকে বিক্রয় শুরু হওয়ার কখা থাকলেও শুরু হয় বিকেল ৩/৪ টায়। আবার একজন ক্রেতাকে বিক্রিত ৫টি পন্যই প্যাকেজ আকারে কিনতে বাধ্য করে অন্যথায় কোন পন্যই বিক্রি করেনা ডিলাররা। এতে নিম্ন আয়ের মানুষরা প্রয়োজনীয় পণ্য কিনতে পারছেনা।
তারা আরো অভিযোগ করেন, এ সুযোগে ন্যায্য মূল্যের ৫টি পন্যের বড় অংশ অবিক্রিত রেখে গোপনে ডিলারদের নিজস্ব খুচরা দোকানদারদের কাছে কালো বাজারে অধিক মূল্যে বিক্রি করছে।
এদিকে ঝালকাঠি শহরের ডিলার শাহিন মল্লিক জানায়, টিসিবি পন্য বিক্রির ডিলারশীপ নেয়াই যেনো আমাদের মস্তবড় পাপ হয়েছে। অধিকাংশ ক্রেতা ৫টি পন্যের মধ্যে ২/৩টি পন্য কিনে নেয়ায় বাকী ২টি অবিক্রিত পন্য নিয়ে আমাদের লোকসানের মুখে পড়তে হয়। তার উপর বরিশাল টিসিবি গোডাউন থেকে মাপে কম দেয়া, পন্য খালাসকারী শ্রমিকদের উচ্চ পারিশ্রমিক ও র্দূব্যবহারের শিকার হচ্ছে।
তাছাড়া ঘন্টার পরে ঘন্টা অপেক্ষা করে ট্রাকে মালামাল নিয়ে বাড়ি আসতে বিকাল ৩/৪টা থেকে অনেক সময় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এসব কিছুর জন্য ডিলারদের উপর দায় চাপানোর কারনে আমরা জেলার ৩০জন নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে ২/১দিনের মধ্যে জেলা প্রশাসকের স্মরনাপন্ন হবে বলে জানান।
এব্যাপারে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী জানান, টিসিবি পন্য বিক্রির বিষয়ে বিভিন্ন অনিয়ম ও সমস্যার বিষয়ে ইতিমধ্যে আমরা শুনেছি। এসব বিষয় সমাধানের জন্য শীগ্রই ব্যবস্থা গ্রহন করা হবে।
#CBALO/আপন ইসলাম