দেখো মুসলিম দেখো তোমরা,
আমাদের মাঝে আসছে রোজা।
সেহরী যেন রোজার মায়া।
পড়ি নামাজ এসো মোরা,
চলো সারিবদ্ধ হয়া,
ইফতারের আগে করি দোয়া।
তরুণ কিংবা বুড়া,
চলো নামাজ পড়ি মসজিদে গিয়া,
ভেদাবেদ ভুলে এক হয়ে মোরা।
হোক না তার কুঁড়ে ঘরে মাথা,
কিংবা অট্টালিকায় বাসা।
কিছু মানুষ ধনী তারা।
থাকবে কিছু গরিব দুখী চাষা।
আনন্দের মাঝেই রাখবো রোজা।
তারাবি পড়বো মসজিদে গিয়া।
#CBALO/আপন ইসলাম