বরিশালের আগৈলঝাড়ায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও তিন ব্যক্তির করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এনিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে আগৈলঝাড়ায় করোনা আক্রান্ত সনাক্তর সংখ্যা ৮জনে দাড়ালো।
শনিবার রাত দশটায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা থেকে ১৫ জনের নমুনা পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হলে পরীক্ষার ফলাফলে তিন জনের করোনা পজেটিভ ধরা পরেছে। করোনায় আক্রান্তরা হলেন গৈলা ইউুিনয়নের দক্ষিন শিহিপাশা গ্রামের সাইফুল আলম, কালুপাড়া গ্রামের মহসিন মাহমুদ ও বাগধা ইউনিয়নের জোবারপাড় গ্রামের ফাদার ডেভিট এর করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। আক্রান্তদের নিজ নিজ বাড়িতে আইস্যুলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
#CBALO/আপন ইসলাম