অনলাইন ডেস্কঃ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে।করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যসেবা বিভাগের ভূমিকা নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে আজ বৃহস্পতিবার আসাদুল ইসলামকে বদলি করে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুল মান্নান। আজ বদলির এই আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত কিছু দিন ধরেই স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে আলোচনা চলছিল।
এমনকি এই পদে আব্দুল মান্নান আসছেন, সেটাও জানাজানি হয়ে যায়।