টাঙ্গাইলের মধুপুরে পল্লী বিদ্যুতের সহকারি ইলেকট্রিক মিস্ত্রি সুজন মিয়া (২৭) হত্যা মামলায় গ্রেফতার দুইজনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে
আদালত। শনিবার (৩ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কুমার কর্মকার রিমান্ড মঞ্জুর করেছেন। বিষয়টি টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ নিশ্চিত করেছেন।
আসামিরা হলেনঃ মামলার ১ নম্বর আসামি রেজাউল (৩৫) এবং ৪ নম্বর আসামি শামীম (৩০)।
এর আগে শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় মাদারীপুরের কালিনগর খাসিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে মধুপুর থানা পুলিশ।
মধুপুর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আল-আমিন জানান, গোপন সংবাদ ও
তথ্যপ্রযুক্তির মাধ্যমে দুই আসামির অবস্থান জানতে পেরে এএসআই মোস্তাকিন বিল্লাহকে সাথে নিয়ে মাদারীপুর থানা পুলিশের সহায়তায় তাদেরকে গ্রেফতার করে মধুপুর থানায় নিয়ে আসা হয়। পরে শনিবার সকালে তাদের সাত দিনের রিমান্ড
আবেদন করে টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরো জানান, গ্রেফতার এড়াতে তারা দুজন ছদ্মবেশে কয়েকদিন যাবত পাগড়ি, পাঞ্জাবি পড়ে একটি মসজিদে অবস্থান করছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের (৩ জানুয়ারি) সকালে ১০/১২ জন লোক সুজনকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেয়া পর (৪ জানুয়ারি) তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই জয়নাল (৪ জানুয়ারি) ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এখন পর্যন্ত এ মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম