দীর্ঘদিন থেকে অসুস্থ অবস্থায় শষ্যাশয়ী বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বোনকে জেলা প্রশাসনের প¶ থেকে হুইলচেয়ার ও নগদ ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে ৩০ লাখ আত্মবলিদানকারী সাহসী বীরদের অন্যতম একজন জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ এলাকার বাসিন্দা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, নগরীর কাশীপুরস্থ বন বিভাগের অফিসের সামনে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শহীদ স্মরণিকা ভবনে তার (বীরশ্রেষ্ঠ) পরিবারের বড় বোন রাহানুর বেগমকে (৭২) দেখতে যান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদলের নির্দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমাজসেবা অধিদফতরের সহযোগিতায় রাহানু বেগমকে একটি হুইলচেয়ার ও চিকিৎসা সহায়তার জন্য নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। প্রায় দুই বছর ধরে প্যারালাইসিড হয়ে বিছানায় শষ্যাশয়ী রাহানুর বেগমকে সহায়তা প্রদানের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মোঃ নাজমুল হুদা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডাঃ মননুজা রহমান প্রমুখ।
#CBALO/আপন ইসলাম