গোপালপুর 201 গম্বুজ মসজিদ দেখার উদ্দেশ্যে শিক্ষা সফর করা হয়েছে। নাগরপুরে হযরত ওমর রাঃ তারতীলুল কুরআন মডেল মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নিয়ে বাৎসরিক শিক্ষা সফর ২০২১ বাস্তবায়ন করা হয়। বৃহস্পতিবার ১লা এপ্রিল ২১ ইং তারিখে এ গোপালপুরের দিকে করা হয়। এ সময় গোপালপুর ২০১গুম্বুজ মসজিদ, ধনবাড়ি জমিদার বাড়ি, মধুপুর রাবার বাগান, বাগানবাড়ি আরো নয়নজুড়ানো স্হানসমুহ পরিদর্শন করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষে ছাত্রদের উদ্দেশ্যে বলেন, প্রতি বছর আল্লাহর জমিন ভ্রমণ করানো হবে, যাতে করে ছাত্রদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টিও মন প্রফুল্ল হয়। সেই সাথে ইমান মজবুত হয়, কারন আল্লাহর জমিন ভ্রমণ করা সুন্নাত। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ছাত্র ও উস্তাদবৃন্দ।
#CBALO/আপন ইসলাম