ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোফাজ্জল (২০) নামে এক স্কুলের নৈশ্য প্রহরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। হরিপুর থানা পুলিশ মৃতের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠিয়েছে। নিহত মোফাজ্জল উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের সিংহাড়ী (চরভিটা) গ্রামের আমির হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ীভাবে নৈশ্য প্রহরী চাকুরী করত। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে, গতকাল বুধবার সকাল অনুমান সাড়ে সাতটার সময় তার লাশ পাওয়া যায় চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরের পশ্চিম পার্শ্বে পাড়ের নীচে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলী বলেন, মোফাজ্জল প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে খাবার খেয়ে রাতে স্কুলে থাকত। কিন্তু গতকাল বুধবার সকালে তাকে আমি স্কুলে না পেয়ে তাদের বাড়িতে যায় এবং তার মা-বাবাকে বলি সে কোথায়। এমতাবস্থায় গ্রামের এক মহিলা এসে জানায় তাদের ছেলে স্কুলের পুকুরের পশ্চিম পার্শ্বের পাড়ের নীচে পড়ে আছে। তৎক্ষণাত সেখানে এসে দেখা যায় সে রাতে কোন একসময় মারা গেছে। বিষয়টি তৎক্ষণাত হরিপুর থানাকে অবহিত করা হয়। হরিপুর থানা অফিসার ইনচার্জ আওরঙ্গজেব বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরত হাল সংগ্রহ করি। এসময় লাশের পাশে মাদকের কিছু আলামত পাওয়া যায়। মৃত্যুর রহস্য উদ্ধারের জন্য লাশ ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। নিহত পরিবার পক্ষ হতে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম বলেন, সংবাদ পেয়ে স্কুলে গিয়ে বিষয়টি অবগত হয়েছি। যেহেতু পরিবারটি গরীব ও অসহায় তাই লাশের দাফনের কার্য সম্পাদন করার জন্য পাঁচ হাজার টাকা নিহতের বাবা আমির হোসেন কে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
#CBALO/আপন ইসলাম