নাগরপুরে রিয়াজুল জান্নাহ হিফজুল কুরআন মডেল মাদ্রাসার সমাপনকারী ছাত্র কে পাগরী প্রদান করা হয়েছে। বুধবার ৩১মার্চ দুপুর ২টায় এক দোয়া মাহফিলের মধ্য দিয়ে পাগড়ী প্রদান অনুষ্ঠিত হয়। পাগড়ী গ্রহণকারী বাবনাপাড়া গ্রামের মোঃ মোমিনুর হোসেনের ছেলে মোঃ আবু সাইদ (১২)। উক্ত অনুষ্ঠানে, আঃ হালিমের সঞ্চালনায় ইলমের গুরুত্ব নিয়ে আলোচনা করেন মুফতী শহীদুল ইসলাম, মাওঃ আঃসামাদ,,মাওঃ রফিকুল ইসলাম আমিনী, মাওঃ রফিকুল ইসলাম, এ সময় পাগরী প্রদান করেন মাওঃ আলী আকবর নাগরপুরী । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাঃ আজিমউদ্দিন, মোমিনুর হোসেন, হাজী রওশন আলী, মোঃ লুৎফর রহমান প্রমূখ।
#CBALO/আপন ইসলাম