করোনা সংক্রমণ প্রতিরোধে “নো-মাস্ক নো-সার্ভিস” বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীর বাজার মনিটরিংয়ে মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত নগরীতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসনের চৌকস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা ও আরাফাত হোসেনের নেতৃত্বে নগরীর কাকলির মোড়, সদর রোড, জেলখানা মোড়, নতুন বাজার, নথুল্লাবাদ এলাকায় অভিযানে বাজারে আগত ও পথচারীদের মাস্ক ব্যবহারে উৎসাহিতকরণ ও সামাজিক দূরত্ব রেখে চলাফেরা এবং মাস্ক ব্যতিত কেউ যেন কোন প্রকার সেবা না পায় সেটি নিশ্চিত করতে বিভিন্ন দোকান মালিক ও ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
পাশাপাশি জেলা প্রশাসন কর্তৃক প্রচারপত্র নো-মাস্ক নো-সার্ভিস সংম্বলিত ফেস্টুন এবং দিনমজুর, খেটে খাওয়া মানুষদের মাঝে ফ্রি মাস্ক বিতরন করা হয়। একইসময় মাস্ক না পরে ঘোরাফেরা করায় ২২ জন পথচারী এবং পাঁচটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম