নওগাঁর আত্রাইয়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালকার্ড প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ মার্চ সোমবার) উপজেলার কুমঘাট গ্রামে ব্র্যাক পল্লী সমাজের উদ্যোগে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৭ নং পল্লী সমাজের সভাপ্রধান হাজেরা বেগম। যেখানেই নারী ও শিশু নির্যাতন সেখানেই প্রতিরোধ এবং নির্যাতন প্রতিরোধে প্রয়োজনে হটলাইনের সহায়তা নিতে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির প্রতিনিধি রোজিনা আক্তার, পল্লী সমাজের সম্পাদিকা ফাহিমা বেগম, আকলিমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে হটলাইন প্রচার এবং নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয়।
#CBALO/আপন ইসলাম