বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে সরিকল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সরিকল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোমবার বিকেলে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আকনের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন।
আওয়ামী লীগ নেতা মো. আনিছুর রহমানের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও গৌরনদী পৌর মেয়র মো. হারিছুর রহমান হারিছ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আ. হক (বীর বিক্রম), আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ফারুক হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. রাজ্জাক হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী ফারুক হোসেন মোল্লার বিজয় নিশ্চিত করতে কর্ম পরিকল্পনা নির্ধারণ করে নেতা কর্মীদের প্রতি নৌকা মার্কা বিজয়ী করার আহ্বান জানানো হয়।
#CBALO/আপন ইসলাম