পঞ্চগড়ের আটোয়ারীতে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উপজেলা লেডিস ক্লাবের আয়োজনে আলোচনা সভা ,ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণ জয়ন্তীতে দেশের নারীদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগীতা আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয মাঠে অনুিষ্ঠত হয়। আলোচনা সভা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামানের পত্নী ও লেডিস ক্লাবের সভাপতি শাহনাজ পারভীন সোমা। উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান ও লেডিস ক্লাবের সাধারন সম্পাদক রেনু একরামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদচেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের পত্নী আনোয়ারা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য লুৎফা বেগম,উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইসচেয়ারম্যান মীরা রানী, সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ মহল। আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
#CBALO/আপন ইসলাম