করোনাভাইরাস সংক্রমণ রোধ ও জনসচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ করেন চারঘাট উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১২টায় চারঘাট উপজেলা বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি নির্দেশনা মোতাবেক চারঘাট পৌরসভার সাধারণ মানুষের মাঝে আবারও জনসচেতনতা ও মাস্ক বিতরণ করেন উপজেলা ছাত্রলীগ এ সময় উপজেলা ছাত্রলীগ এর সভাপতি আল-মামুন তুষার বলেন, ব্যক্তি সচেতনতা ও দায়িত্বশীলতাই পারে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে এবং কেবলমাত্র ব্যক্তি সচেতনতা ও দায়িত্বশীলতার কারণেই বিগত এক বছরে রাজশাহী জেলাতে করোনা ভাইরাস সংক্রমণের হার একদম কম ছিল। অপরদিকে করোনা ভাইরাসের প্রকোপ কমে যাবে ভেবে মানুষ আবার পূর্বের মতো চলাচল শুরু করায় মহামারী ভাইরাসকে গুরুত্ব কম দেওয়ার কারণে হটাৎ করে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক মাত্রায় বৃদ্ধি পেতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের নিকট সচেতনতা বার্তা পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছে বিভিন্ন অঙ্গ সংগঠনের ন্যায় চারঘাট উপজেলা ছাত্রলীগ।
#CBALO/আপন ইসলাম