ঠাকুরগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী ও স্বাধীনতার ৫০বছর সুবর্ণ জয়ন্তী উদযাপনে মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ মার্চ বুধবার ১১টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,
সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা আওয়ামী লীগের
সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খোকন, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা সংসদের সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র রায়,নরেদ্রনাথ প্রমুখ।
এর পূর্বে একটি র্যালি নিয়ে জেলা পরিষদ ডাক বাংলোয় বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়।
#CBALO/আপন ইসলাম