বাস্তবে রূপ নিলে ভরে উঠতো কলিজার পাতা কাগজের শিরোনাম হতাম চারিদিক।
যেখানে নিরাপত্তার বেষ্টনী গড়ে দেখাতাম নিরাপদ সড়ক চাই’য়ের সফলতার মুখ ।
আমিও বাস্তবের মুখোমুখি লড়াইয়ের সৈনিক….
কাগজের পাতায় দাঁড়িয়ে থাকা হিসাবের মিছিল চতুর্দিকে পাহাড়ঘেরা সন্যাসীর ধ্যানমৌন সবুজতা।
আন্দোলনের তর্জনী ঘেঁষে বিস্তীর্ণ হোক স্বভাব অভাবের ভারে ন্যুব্জ হোক অসাবধানের স্বভাবতা।
নিরাপদ সড়ক চাই অভয়নগরের পরিক্রমায়….
মৃত্যু আর দূর্ঘটনার চিত্রে নিঃশব্দ হাহাকার প্রতিকারের বানানে অহিংসার শাসন।
ভাষায় রূপ নেয় ; মৃত্যু মূখর মিছিল রাজপথ গিলে খায় দেহ মোহ শান্ত হয় শব।
#CBALO/আপন ইসলাম