চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহরে আজ (১লা জুন) সকাল ১১ টার দিকে ‘হৃদয়ে ভাদড়া’ গ্রুপের উদ্যোগে চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামের “ভাদড়া ব্রিজ”এর পাশের রাস্তা সংস্কার করা হয়।এছাড়া উক্ত ইভেন্ট এ রাস্তা মেরামতের পাশাপাশি ডেঙ্গু ও ম্যালেরিয়া নিধনে ব্রিজের আশাপাশের আগাছা পরিষ্কার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হৃদয়ে ভাদড়া গ্রুপের এডমিন কামরুল হাসান চন্দন, মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উজ্জ্বল হোসেন, সাধারণ সম্পাদক এস এম মহির হোসেন, আনিসুর রহমান সাগর,ইফতাকার ইফতি,আহসান হাবিব আলিফ, আসলাম হোসেন,আরিফ সরকার,টিপু মোল্লা, ইনামুল হক ইমন,আরফান রাজু,রাকিবুল ইসলাম মিঠু,শিমুল, হৃদয়,মাসুদ সহ হৃদয়ে ভাদড়া গ্রুপের আরও অনেকে।। উক্ত কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধানে ছিল সানোয়ার হোসেন ফুল এবং আর্থিকভাবে সহায়তা করেছে মুকুল হোসেন।
এ সময়” হৃদয়ে ভাদড়া ” গ্রুপের এডমিন সাংবাদিকদের বলেন,সম্প্রতি আম্পান এর তান্ডবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক ক্ষতি হয়েছে, আমাদের ভাদড়াও এর হাত থেকে রেহাই পাইনি, ভাদড়ার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি আমাদের ভাদড়া ব্রিজ যেটা কিনা ভাদড়া পশ্চিম পাড়ায় অবস্থিত যে ব্রিজটা দিয়ে প্রতিদিন লাউতিয়া, কাতুলি, আনকুটিয়ার শতশত মানুষ যাতায়াত করে থাকেন এই ব্রিজটির পাশে ভেঙ্গে যাওয়ার কারনে শত শত মানুষের যাতায়াত এ সমস্যা বা বিঘ্ন হচ্ছিল,আমি আশাকরি এই কার্যক্রমের মাধ্যমে আর সাধারণ মানুষের কোনো দূর্ভোগ পোহাতে হবে না।
হৃদয়ে ভাদড়া গ্রুপের উদ্দেশ্যে মুকুল হোসেন বলেন,দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। সবাই মিলে মিশে যে কোন ধরনের মহৎ উদ্দ্যোগের কাজ করলে সেটাতে সমাধান অবশ্যই কৃতকার্য হওয়া সম্ভব। উক্ত কার্যক্রমের সাধুবাদ জানিয়েছেন নাছিম নাইম সহ আরও অনেকে।