কয়েকদিন পরই চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে মুখোমুখি হওয়ার কথা প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। তার আগে ফ্রেঞ্চ দলটির জন্য দুঃসংবাদ। চোটের কারণে ছিটকে গেলেন লিগ ওয়ানের ক্লাবটির সবচেয়ে বড় তারকা।
আগামী ১৬ ফেব্রুয়ারি ন্যু ক্যাম্পে শেষ ষোলোর লড়াইয়ের প্রথম লেগে নামার কথা ছিল লিওনেল মেসি ও নেইমারের। তবে বৃহস্পতিবার পিএসজি কর্তৃপক্ষ জানিয়েছে, চোট পেয়ে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তাই স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে প্রথম লেগে দেখা যাবে না ২৯ বছর বয়সী এই তারকাকে।
বুধবার ফ্রেঞ্চ কাপে কানের বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। একাদশে ছিলেন নেইমারও। ১-০ গোলে জেতা এই ম্যাচে চোট পান। এসময় খুঁড়িয়ে মাঠ ত্যাগ করন তিনি। চিকিৎসকের স্মরণাপন্ন হতে হয় তাকে।
বিবৃতিতে প্যারিস সেন্ট জার্মেই জানায়, পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে।’
সেই হিসেবে আগামী ১০ মার্চ বার্সা-পিএসজির দ্বিতীয় লেগের ম্যাচে মেসি-নেইমার দুই বন্ধুর দ্বৈরথ দেখার সম্ভবানও ক্ষীণ।