বুধবার চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসের প্রথম দিন শেষে সাদমান বলেন, সাকিব-লিটন উইকেটে থাকায় প্রথম ইনিংসে বড় স্কোরের আশা টিকে আছে। উইকেট ভালো, দ্বিতীয় দিনটি গুরুত্বপূর্ণ, একটু দেখে-শুনে খেললেই বড় ইনিংস খেলা সম্ভব।
আম্পায়ারের ভুল সিদ্ধান্তে নিজের আউট নিয়ে সাদমান বলেন, বল উইকেটে থাকায় রিভিউ নেননি তিনি।
টপ অর্ডার ব্যাটসম্যানদের উইকেটে সেট হয়ে ইনিংস বড় করতে না পারায়; মনোসংযোগের ঘাটতির অভাবকেই দুষছেন তরুণ ক্রিকেটার সাদমান।