বাবু,চাটমোহর পাবনা :
পাবনার চাটমোহরের কৃতি সন্তান খুলনা জেলা প্রশাসনে কর্মরত সহকারি কমিশনার এস. এম. রাসেল ইসলাম নূর করোনা পজিটিভ হয়েছেন। তিনি বর্তমানে খুলনায় ‘হোম আইসোলিশন’-এ রয়েছেন। রাসেল ইসলাম নূরের পিতা চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস. এম. নজরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। এস. এম. নজরুল ইসলাম জানান, রাসেলের শরীরে সর্দি-জ্বর থাকায় স্বাস্থ্য কর্মীরা গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ PCR ল্যাবে প্রেরণ করেন।
ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী নূরের দেহে করোনা শনাক্ত হয়েছে। তিনি ছেলের সুস্থতা কামনায় সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন। খুলনা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে যিনি করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় রাজপথে নিয়মিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মানুষের জন্য স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করেছেন।
সেই কর্মচঞ্চল সহকারি কমিশনার আজ করোনা আক্রান্ত! মহান আল্লাহ্’পাক সহকারি কমিশনার এস. এম. রাসেল ইসলাম নূর-কে দ্রুত সুস্থতা দান করুন।