রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
একটি হত্যা মামলার চার বছর পলাতক থাকার পর আদালতে আত্মসমর্পন করে কারাগারে গেছেন জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জামাল মোল্লা।
এামলার বাদি পক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন দিলু বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার শেষ কার্যদিবসে আসামি জামাল মোল্লা বরিশাল জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মোঃ রফিকুল ইসলাম তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এজাহারের বরাত দিয়ে তিনি আরও বলেন, পূর্ব শত্রুতার জেরধরে বিগত ২০১৬ সালের ৭ জুলাই মেহেন্দিগঞ্জের উলানিয়া পানবাড়িয়া এলাকার বাসিন্দা ফারুক সরদারকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল মোল্লা। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা প্রচেষ্টাসহ আরও তিনটি মামলা রয়েছে।
CBALO/আপন ইসলাম