সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন

ই-পেপার

ইয়াদগারে মাওলানা কবির উদ্দিন (রহঃ) হোমিও দাতব্য চিকিৎসালয়ে কম্বল বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ৯:১৯ অপরাহ্ণ

আটঘরিয়া প্রতিনিধি:
উপজেলার হাড়লপাড়া ইয়াদগারে মরহুম মাওলানা কবির উদ্দিন (রহঃ) হোমিও দাতব্য চিকিৎসালয়ের সৌজন্যে গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ফুরফুরা শরীফের অন্যতম বরেণ্য ব্যক্তিত্ব খলিফা মরহুম ইয়াদগারে মাওলানা কবির উদ্দিন (রহঃ) এর সৌজন্যে হাড়লপাড়ায় হোমিও দাতব্য চিকিৎসালয় ইতোমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে ইয়াদগারে মাওলানা কবির উদ্দিন (রহঃ) হোমিও দাতব্য চিকিৎসালয়ের সৌজন্যে গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা। উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াদগারে মাওলানা কবির উদ্দিন (রহঃ) এর বড় সাহেবজাদা ডাক্তার আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান বাদশা’র সভাপতিত্বে কম্বল বিতরণ করা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন (সাংবাদিক), বিশেষ অতিথি হিসেবে ছিলেন পারখিদিরপুর ডিগ্রী কলেজের প্রভাষক (রসায়ন) মোঃ ইয়াহুদ বিশ্বাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইয়াদগারে মাওলানা কবির উদ্দিন (রহঃ) এর মেঝ সাহেবজাদা মোঃ মুকুল হোসেন। উল্লেখ্য যে, হাড়লপাড়ায় হোমিও দাতব্য চিকিৎসালয় ফ্রি হোমিও চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রতি শুক্রবার সকাল ৮টা হতে ১১টা পর্যন্ত চিকিৎসা সেবা দিচ্ছেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান বাদশা (সহকারি শিক্ষক, পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়)। চিকিৎসা কাজে তাঁকে সহযোগিতা করছেন ডাক্তার মাহমুদুল হক মানিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর