সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে ইউএনও’র হস্তক্ষেপে রাস্তা উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ৮:৪৭ অপরাহ্ণ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ

পঞ্চগড়ের আটোয়ারীতে ইউএনও’র হস্তক্ষেপে রাস্তা উদ্ধার করতে পেরে স্বস্তি পেয়েছে ২০ পরিবার। এলাকাবাসী জানায়, উপজেলার রাধানগর ইউনিয়নের শাহাপাড়া হতে পূর্বে বটতলা পর্যন্ত এক কিঃ মিঃ একটি সরকারি বাধ ছিল। বাধটি রসেয়া বাধ হিসেবে কাজ করতো। ওই বাধ ছিল বটতলা এবং শাহাপাড়ার যোগাযোগের একমাত্র রাস্তা।

এ রাস্তা দিয়ে দুই পাড়ার লোকজন প্রতিনিয়ত চলাচল করে। বটতলা এলাকার ২০ পরিবারের লোকজন ওই রাস্তা দিয়ে মসজিদ, কবরস্থান, স্কুল, কলেজ, মাদরাসা ও হাট-বাজার নিয়মিত যাতায়াত করে থাকে। ওই রাস্তা দিয়ে মটর সাইকেল, ভ্যান গাড়ী, অটো গাড়ী চলাচল করে। রাস্তার দু’পাশে ওই এলাকার কিছু প্রভাবশালী লোকের জমি থাকায় গত ১৭ ডিসেম্বর রাস্তাটি কেটে ফেলে। ফলে ওই রাস্তা দিয়ে মানুষজন চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

রাস্তা কেটে ফেলার কারনে বটতলার ২০ পরিবার পড়ে চরম দুর্ভোগে। তারা নিরুপায় হয়ে অবশেষে রাস্তা কেটে ফেলার সাথে সংশ্লিষ্ট ৮ জনের নাম উল্লেখ করে ২২ ডিসেম্বর একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করেন। উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান বিষয়টি রাধানগর ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্যকে দ্রুত সমাধানের দায়িত্ব দেন। বর্তমানে কেটে ফেলা রাস্তাটি পুনঃ মেরামত করে চলাচলের উপযোগী করা হয়েছে। অভিযোগকারী মতিউর রহমান বলেন, ইউএনও,র হস্তক্ষেপে আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, সরকেির অনুদানে রাস্তাটি সংস্কার করলে আমরা আরো উপকৃত হতাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর