সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন

ই-পেপার

মধুপুরের অসহায় ও দুস্থ আদিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০, ৭:৩৪ অপরাহ্ণ

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু এর পরামর্শক্রমে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা টাঙ্গাইলের মধুপুরে বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছেন।
বুধবার (২৩ শে ডিসেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মধুপুর উপজেলার শোলাকুড়ির চুনিয়া ও অরনখোলার গাছাবাড়ি পাহাড়ি গ্রামে ছিন্নমূল, অসহায়, দুঃস্থ আদিবাসীদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত কম্বল হতে ৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে।
মধুপুরের ইউএনও আরিফা জহুরা বলেন, “বিত্তবান মানুষেরা বিভিন্ন ধরনের শীতবস্ত্র পরিধান করে শীত নিবারণ করলেও গরীব-ছিন্নমূল মানুষেরা টাকার অভাবে শীতের কাপড় ক্রয় করতে না পারায় অসহায়, দরিদ্র, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। প্রচণ্ড শীতের কারণে দিনমজুর শ্রেণির মানুষেরা বিভিন্ন স্থানে শীতে কষ্ট করেন। এরাই প্রকৃত শীতার্ত। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্যই রাতে বের হওয়া।”
আর এ সময় মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানাসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর