নিজস্ব প্রতিনিধি:
আজ ২০ ডিসেম্বর ৪৯ তম চাটমোহর হানাদার মুক্ত দিবস। স্থানীয় পরিবেশবাদী সামাজিক সংগঠন ‘নিউ হোপ ডেভেলপমেন্ট সোসাইটি দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বেলা সাড়ে ১১টায় ভাদড়া বাইপাশ মোড়ে অবস্থিত মুক্তিযুদ্ধ শীর্ষক ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ পাদদেশে ব্যতিক্রমী কর্মসূচি’র আয়োজন করে।
কর্মসূচি’র মধ্যে ছিল ভাস্কর্য বেদিতে ফুলের টব স্থাপন, শহীদ মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন, পথসভা এবং সারাবিশ্বের করোনা যোদ্ধাদের উদ্দেশ্যে ১ মিনিট হাতে তালি দিয়ে ধন্যবাদ জ্ঞাপন।
নিউ হোপ ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি জীবন খানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, চাটমোহর আরসিএন এন্ড বিএসএন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুস সালাম, চাটমোহর রিপোর্টার্স ইউনিটি ও উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সালাউদ্দিন ফিরোজ, চিত্রগৃহ চাটমোহর-এর সাধারণ সম্পাদক ও নিউ হোপ ডেভেলপমেন্ট সোসাইটি’র উপদেষ্টা জেমান আসাদ প্রমূখ।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করত: তাদের মাগফিরাত কামনা করে ২০ ডিসেম্বর চাটমোহর মুক্ত হওয়ার প্রেক্ষাপট তুলে ধরেন। এছাড়াও বক্তাগণ শেখ মুজিব ও বাঘা যতিনের ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
এ সময় চ্যানেল ২৪-এর পাবনা প্রতিনিধি শাহীন রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো: আবু সাঈদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, নিউ হোপ ডেভেলপমেন্ট সোসাইটি’র কর্মী রনি, রবিন, রাকিব, স্বাধীন, রাফি, অরিত্র, তপু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলে ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ বেদিতে ফুলের টব স্থাপন, শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি স্বরূপ ১ মিনিট নিরাবতা পালন এবং করোনা যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট করোতালি কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
CBALO/আপন ইসলাম