মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার আগামী ১৬ জানুয়ারি নির্বাচনে আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) অবধি মেয়র পদে ৪ জন এবং সংরক্ষিত তিনটি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৭ জন ও সাধারণ নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৪ জন মনোনয়ন ফরম তুলেছেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, মেয়র পদে উল্লাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র এস এম নজরুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আহসান আলী সরকার মনোনয়ন ফরম তুলেছেন।
বিএনপি রাজনীতিতে জড়িত ২ জন মনোনয়ন ফরম তুলেছেন। এরা হলেন- উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ আজাদ হোসেন ও আহবায়ক কমিটির সদস্য সাবেক পৌর মেয়র মোঃ বেলাল হোসেন।
এদিকে কাউন্সিলর পদে সংরক্ষিত ১ নং ওয়ার্ডে ৬ জন, ২ নং ওয়ার্ডে ৫ জন ও ৩ নং ওয়ার্ডে ৬ জন। সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে সাধারণ ১ নং ওয়ার্ডে ৭ জন, ২ নং ওয়ার্ডে ৩ জন, ৩ নং ওয়ার্ডে ৫ জন, ৪ নং ওয়ার্ডে ৪ জন, ৫ নং ওয়ার্ডে ৬ জন, ৬ নং ওয়ার্ডে ৩ জন,৭ নং ওয়ার্ডে ৬ জন, ৮ নং ওয়ার্ডে ৫ জন, ৯ নং ওয়ার্ডে ৫ জন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদ রানা জানান, আগামী ২০ ডিসেম্বর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।
CBALO/আপন ইসলাম