বাবু,চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে দূর্ভোগে থাকা কর্মহীন অসহায় দুস্থ মানুষের মাঝে বঙ্গবন্ধু মানব কল্যান পরিষদের উদ্যোগে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চাটমোহর উপজেলা সভাপতি নুর মোহাম্মদ রান্টু। অাজ ২৪মে রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে পাবনার চাটমোহর উপজেলার পৌরসদরের ৮নং ওয়ার্ডের আফ্রাত পাড়ায় সামাজিক দুরুত্ব বজায় রেখে বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের উপজেলা নুর মোহাম্মদ রান্টুর সভাপতিত্বে ও সাধারন মসম্পাদক আ: হান্নানের সঞ্চালনায় মানব কল্যাণ পরিষদের নিজশ্ব অর্থায়নে অর্ধ শতাধিক কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
খাদ্য সামগ্রীর উপহার হিসাবে পোলাউর চাল,চিনি, ২ পেকেট সেমাই ও আটা বিতরণ করা হয়। খাবার উপহার সামগ্রী বিতরন কালে বঙ্গবন্ধু মানব কল্যান পরিষদের সদস্যগন উপস্হিত থেকে খাবার সামগ্রী বিতরনে সহায়তা করেন। সভাপতি বলেন,নিজে সুস্হ থাকুন অপরকে সুস্হ থাকতে সহায়তা করুন।এই দুর্যোগে যাদের আয় রোজগার বন্ধ রয়েছে তাদের জন্য আমাদের পক্ষ থেকে সামান্য উপহার।