সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
আগামী বছর ২০২১ সালের ৩০ শে জানুয়ারি মধুপুর পৌরসভাসহ ৬৪ টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। আর এই সকল নির্বাচনে ইভিএম এর মাধ্যমে না হয়ে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলেও জানানো হয়।
মধুপুর পৌরসভাসহ টাঙ্গাইলের ৫ টি পৌরসভায় ৩০ শে জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো হলোঃ টাঙ্গাইল, মধুপুর, সখিপুর, মির্জাপুর, ভূঞাপুর।
মধুপুর পৌরসভাসহ তৃতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ শে ডিসেম্বর ; মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারি; মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি এবং ৩০ শে জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
মধুপুর পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের ৬ জন এবং বিএনপির ৩ জন নির্বাচন করার জন্য মাঠে রয়েছেন এবং তারা প্রতিনিয়ত প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
উল্লেখ্য যে, দলীয়ভাবে এখনো চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়নি।
CBALO/আপন ইসলাম