মোঃ সিয়াম হোসেন, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে মেয়র পদে আওয়ামী লীগের তৃণমূল ভোট অনুষ্ঠিত করার প্রতিবাদে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধারের সমাবেশ এবং নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের নতুন বাস টার্মিনালে আয়োজিত সমাবেশে মেয়র প্রার্থী আধারের সমর্থনে খন্ড খন্ড মিছিলে কয়েক হাজার ভোটার অংশ নেন। পরে জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর রুমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ছানুয়ার হোসেন ছানু, অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন, দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোঃ রফিকুল ইসলাম আধার।
এসময় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, শামছুন্নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতেখার হোসেন কাফী জুবেরী, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুরুজ, পৌর প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বায়েজীদ হাছান, শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান আলাল, সমাজসেবক আলহাজ্ব নুর মামুদ, সুলতান মাহমুদ সুজন, যুবলীগ নেতা আব্দুল মতিন, ইব্রাহিম খলিল মেহেদী, কামাল হোসেন, ওয়াসিম আক্রাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম ইয়াকুব, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুর রহমান শাহিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন।
পরে সমাবেশটি বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
CBALO/আপন ইসলাম