সংবাদ ডেস্ক: নিষেধাজ্ঞার আগে সাকিব ছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার- তা শুধু বাহ্যিক দৃষ্টিতেই নয়, পরিসংখ্যান আর র্যাংকিংয়ের বিচারেও। তিন ফরম্যাটেই অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে থাকার স্বাদ নিয়েছেন সাকিব, বড় একটা সময় সব ফরম্যাটেরই শীর্ষ অলরাউন্ডার ছিলেন। বাকি সময়ও কোনো না কোনো ফরম্যাটে শীর্ষেই ছিলেন। নিষেধাজ্ঞার আগেও একদিনের ক্রিকেটে তিনি ছিলেন শীর্ষ অলরাউন্ডার।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ার এক সপ্তাহের মধ্যে অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষস্থানে উঠেছেন সাকিব আল হাসান। প্রকাশিত র্যাংকিংয়ে বাঁহাতি অলরাউন্ডার ৩৭৩ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব আছেন সবার ওপরে। ২৬৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে সাকিব। টি–টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে সবার ওপরে নবী।
আজ প্রকাশিত হয়েছে টেস্টের নতুন র্যাংকিং। যেখানে অলরাউন্ডার তালিকায় সাকিবের জায়গা হয়েছে চার নম্বরে। নিষেধাজ্ঞায় যাওয়ার আগে ৩৯৭ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ের তৃতীয় স্থানে ছিলেন সাকিব। বর্তমানে তার সংগ্রহ ৩৬৬ রেটিং পয়েন্ট। শীর্ষে আছেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস (৪৪৬ রেটিং পয়েন্ট)। দুই এবং তিনে আছেন যথাক্রমে জেসন হোল্ডার (৪৩৪ রেটিং পয়েন্ট) ও রবীন্দ্র জাদেজা (৩৯৭ রেটিং পয়েন্ট)। মিচেল স্টার্কের অবস্থান পাঁচে (২৯৮ রেটিং পয়েন্ট)।
নিষেধাজ্ঞা কেটে গেলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি সাকিবের। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলছেন। এখন পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মাগুরার এই ক্রিকেটার। তার ব্যর্থতার পরও পয়েন্ট টেবিলের ভালো অবস্থানেই আছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে থাকা দলটি।