জিয়াউল হক জিয়া, চট্টগ্রাম ব্যুরো প্রধান:
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের আন্তঃ ভারুয়াখালী শেখ রাসেল স্মৃতি ফুটবল সংসদ এর উদ্যোগে অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর কোয়ার্টার ফাইনাল খেলায় ২-০ গোলে কাবিসা ক্রীড়া চক্রকে হারিয়ে বিশাল উত্তেজনার মাধ্যমে সেমি ফাইনালে উর্ত্তীন্ন হয়েছে রুবেল স্মৃতি সংসদ,ঘোনাপাড়া। রুবেল স্মৃতি সংসদের টিম ম্যানেজার হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিন ভারুয়াখালীর,ঘোনাপাড়া মরহুম রুবেলের পিতা জাফর আলম,তার সাথে সার্বিক সহযোগিতায় ছিলেন তারেক , আব্দুল হালিম, জহির,রাসেল,এহেসান স্থানীয় ব্যক্তিবর্গ।
২৮ নভেম্বর বিকাল ৩:০০ টায় আনু মিয়া বাজারের উত্তর পাশে ফুটবল খেলার মাঠে আকর্ষণীয় খেলা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে আনন্দময় খেলা উপহার দেন রুবেল রুবেল স্মৃতি সংসদের খেলোয়ার। ৬০ এর মিনিটের খেলায় মাঠের একদিকে অংশগ্রহণ করে রুবেল স্মৃতি সংসদ তাদের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেন কাবিসা ক্রীড়া চক্র,ঘোনাপাড়া। খেলার শুরুটায় টানটান উত্তেজনায় ছিল,খেলা দেখতে হাজার হাজার দর্শকেরে সমাগম ঘটে। খেলার মাঠ যেমনটা উৎসবমুখর পরিবেশে চতুর্দিকে দর্শক আর দর্শক। খেলার প্রথমার্ধে উভয় পক্ষ জমজমাট লড়াই চলে। প্রথমার্ধে কোন পক্ষ গোল করতে পারেনি। মধ্য বিরতির পর দ্বিতীয়ার্ধে উভয় পক্ষ টানটান উত্তেজনায় হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে ১০মিঃ মাথায় ভারুয়াখালী ঘোনাপাড়া স্থানীয় খেলোয়ার মামুনের পা’য়ে ১টি গোল করে খেলা কে এগিয়ে নিয়ে যাই।
এরপর পর্যায়ক্রমে আবারো তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলতে চলতে ২০ মিনিটের মধ্যে আবারও স্থানীয় খেলোয়ার সাইফুল আরেকটি গোল করে তারা ২ গোল অর্জন করেন। খেলার শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী কাবিসা ক্রীড়া চক্র গোল শোধ করতে ব্যর্থ হন এবং রুবেল স্মৃতি সংসদ সেমিফাইনাল খেলা নিশ্চিত করেন। রুবেল স্মৃতি সংসদের পক্ষ থেকে অতিথি হিসেবে ৫ জন খেলোয়ার ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন ক্লাব থেকে আসেন। অতিথি খেলোয়ারগন আকর্ষণীয় ভিন্ন স্টাইলের খেলা উপহার দেন। খেলা শেষে প্রতিদিনের মত ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ বাছাই করেন আম্পেয়ার। খেলোয়ারদের মাঝে “ম্যান অফ দ্যা ম্যাচ” বিতরণ করেন শেখ রাসেল স্মৃতি সংসদের নেতৃবৃন্দরা। ম্যান অব দ্যা ম্যাচ সম্মানিত হন ১১ নাম্বর জার্সি পরিহিত গোলদাতা মামুন। আগামী সেমিফাইনাল ফাইনাল খেলা উপভোগ করার জন্য দর্শকদের বিশেষভাবে আমন্ত্রণ করেন রুবেল স্মৃতি সংসদ।
CBALO/আপন ইসলাম