সিরাজগঞ্জ প্রতিনিধি :
আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের পাচটি পৌরসভার নির্বাচন। পৌরসভা পাচটি হলো সিরাজগঞ্জ, কাজিপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ ও বেলকুচি। এর মধ্যে কাজিপুরে ইভিএমে এবং বাকি চারটিতে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
২ ডিসেম্বর নির্বাচন কমিশনের ৬১টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবার প্রকাশিত গ্যাজেট সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এবিষয়ে সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, ইতিমধ্যেই শাহজাদপুর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং সিরাজগঞ্জ, কাজিপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ ও বেলকুচি পৌরসভার নির্বাচন দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর মধ্যে কাজিপুরে ইভিএমে এবং বাকি চারটিতে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
CBALO/আপন ইসলাম