তুমি এসেছিলে এই বুকে স্রোতস্বিনীর মত কলকল ধ্বনি তুলে
তুমি হারিয়ে গেলে বানের জলের মত সহস্রাধিক দুঃখ ভুলে
তোমাকে খুঁজি আমি এবেলা সেবেলা অবেলা সময়ের পথ ভুলে
জানি না কোথায় তুমি হারিয়ে গেলে, শত শত বালির কণা হৃদয়ে ফেলে
দেখ চিকচিক করে এখনও সেই বালি, স্মৃতির পাতায় তুমি ছাড়া সব এখন খালি ।
তুমি ছিলে এই হৃদয়ের স্বপ্নদ্রষ্টা, প্রদীপের আশার আলোর রেখা
জানি না কোন ভুলের কারনে আর কোন দিন হবে না তোমার আমার দেখা
অনের পলিতে তুমি আছো মহানন্দে, দেখ দেখ আমি কান্দি সদানন্দে
এই কী ছিল বুকে বয়ে যাওয়া প্রেমময় তটিনীর অদৃষ্টের লেখন
ওগো রমণী হয়ে রয়ে গেলে তুমি ধূধূ মরুভূমির স্রোতস্বিনীর পতন।
আমার প্রেম এত সহজ সরল ভাবে বিনাশ তুমি পারিবে না কখনো করতে
তোমার ভালোবাসার রক্ত আছে এই শাবলু শাহাবউদ্দিনের হৃদয়ে রন্ধে রন্ধে
আমি মিশে যাব মৃত্তিকায় একদিন এই অবুঝ,
আমার ভালোবাসা তবুও থাকবে তোমার জন্য চির সবুজ
এই প্রেম শেষ হবার নয়, আমার প্রেম থাকবে চিরদিন আলোকময় ।
শাবলু শাহাবউদ্দিন
ইংরেজি বিভাগের শিক্ষার্থী
চতুর্থ বর্ষ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাজাপুর, পাবনা, বাংলাদেশ
CBALO/আপন ইসলাম