জিয়াউল হক জিয়া, চট্টগ্রাম ব্যুরো প্রধান:
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের আন্তঃ ভারুয়াখালী শেখ রাসেল স্মৃতি ফুটবল সংসদ এর উদ্যোগে অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ এ প্রথম রাউন্ডের খেলায় এফসি ফুটবল একাদশকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উর্ত্তীন্ন হয়েছে কাবিসা ক্রীড়া চক্র। কাবিসা ক্রীড়াচক্রের টিম ম্যানেজার হিসাবে দায়িত্বে রয়েছে ভারুয়াখালীর কৃতি সন্তান কক্সবাজার কালুর দোকান কাবিসা টেইলার্স এর স্বত্বাধিকারী মালীক সায়ীদ আলম কাবিসা।তিনি জানান ২৮ নভেম্বর বিকাল ৩:০০ টায় আনু মিয়া বাজারের উত্তর পাশে ফুটবল মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলার মাঠে এই পর্যন্ত ২০টি টিম খেলা করলেও তাদের মধ্যে অন্যতম খেলা উপহার দেয় কাবিসা ক্রীড়া চক্র। উৎসবমুখর পরিবেশে আনন্দদায়ক খেলা উপহার দেন তারা। ৬০ এর মিনিটের খেলায় মাঠের একদিকে অংশগ্রহণ করে কাবিসা ক্রীড়া চক্র,ঘোনাপাড়া অপরদিকে অংশগ্রহণ করেন এফসি ফুটবল একাদশ চৌধুরীপাড়া।
খেলার শুরুটায় টানটান উত্তেজনায় ছিল,খেলা দেখতে হাজার হাজার দর্শক জমায়েত হয়। খেলার মাঠ যেমনটা উৎসবমুখর পরিবেশে চতুর্দিকে দর্শকে ভরে যায়। খেলা শুরুর প্রথমার্ধে ১০ মিনিটের মাথায় পেনাল্টিকের মাধ্যমে ১ গোল করে কাবিসা ক্রীড়া চক্র এগিয়ে যায় । এরপর উভয় পক্ষ হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে আবার ২০ মিনিটের মাথায় আরো ১টি গোল করেন এবং খেলার অর্ধ বিরতির পর পর্যায়ক্রমে আরও দুটি গোল করে মোট ৪টি গোল নিশ্চিত করেন কাবিসা ফুটবলেরা। খেলার শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী এফসি ফুটবল একাদশ গোল শোধ করতে ব্যর্থ হন। কাবিসা ক্রীড়া চক্র ৪ গোলের বিশাল জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালের খেলা নিশ্চিত করেন।
প্রতিদিন ম্যান অফ দ্যা ম্যাচ বাছাই করেন আম্পেয়ার। খেলা শেষে খেলোয়ারদের মাঝে “ম্যান অফ দ্যা ম্যাচ” বিতরণ করেনশেখ রাসেল স্মৃতি সংসদের নেতৃবৃন্দরা। ম্যান অব দ্যা ম্যাচ লাভ করেন ৭ নাম্বর জার্সি পরিহিত রাশেদ, ম্যান অব দ্যা ম্যাচ হাতে তুলে নেন খেলোয়ার রাশেদ ও টিম ম্যানেজার সায়ীদ আলম। কাবিসা চক্রের আগামী ৩ ডিসেম্বার কোয়ার্টার ফাইনাল খেলা উপভোগ করার জন্য দর্শকদের বিশেষভাবে আমন্ত্রণ করেন খেলার টিম ম্যানেজার।
CBALO/আপন ইসলাম