যাকে ভেবেছিলাম মনে
সারা জীবন রাখবে আমায়,
ব্যস্ততায়ও ভুলবে না
একটুও হলে সে আমায়।
কিন্তু না, দেখছি এখন
সেই মানুষটিই আমায়,
অচেনাদের চেয়েও
যাচ্ছে ভুলে আমায়।
কিভাবে পারলি রে তুই
এত দূরে ঠেলে দিতে,
কিভাবে পারলি রে তুই
অতীত স্মৃতিগুলো ভুলে যেতে।
***************************
মোছাঃ ঋত্তিকা, পাবনা, সিরাজগঞ্জ।
CBALO/আপন ইসলাম