জিজ্ঞাসা করে না,
কেউ আর তোর মতো
পাশে এসে একটু বসে না।
আমাকে হাসানোর কেউ আর
চেষ্টাও করে না,
কেউ আর কেমন আছি
জানতেও চায় না।
না খেলেও কেউ আর
আমায় বকে না,
কেউ আর ঔষুধ না খেলেও
রাগ-অভিমান করে না।
ভুল করলেও কেউ আর
আমায় শাসন করে না,
সত্যি বলতে কি !
তুই ছাড়া আমায় কউ বোঝেনা।
“”””””””””””””””””””””””””””””“”””””””””””””””
মোছাঃ ঋত্তিকা, পাবনা, সিরাজগঞ্জ।