মাহমুদুল হাসান, স্টাফ রিপোটার:
বাংলাদেশ আওয়ামীলীগ চৌহালী উপজেলা শাখার সহযোগী সংগঠনের কাউন্সিলকে ঘিরে শুরু হয়েছে উিইনয়নআওয়ামী লীগের বর্ধিত সভা। একই সাথে আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চৌহালীর মাঠ এখন সরগরম হয়ে উঠছে। দলীয় সম্ভাব্য কাউন্সিলার ও ইউপি নির্বাচনে অংশগ্রহণ কারি প্রার্থীদের নিয়ে চায়ের দোকানে দোকানে বইছে চুলছেড়া বিশ্লেষন।
সময় ঘনিয়ে আসছে দলীয কাউন্সিল ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের। ইউনিয়ন ও ওয়ার্ড কাউন্সিলকে বেগমান করতে বর্ধিতসভা শুরু হয়েছে। এদিকে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সাতটি ইউনিয়নের প্রত্যেক গ্রামে গ্রামে বইছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া। দলীয় নেতাকর্মী কাউন্সিলের সম্ভব্য প্রার্থীরা উপজেলাজুড়ে সরগরম করে তুলছে। বেসে নেই চেয়ারম্যান ও সদস্য পদে সম্ভাব্য প্রার্থীরা। সেই সাথে চায়ের দোকানে দোকানে বইছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিশ্লেষন। ইউপি নির্বাচন ও দলীয় কাউন্সিল নিয়ে সমান তালে মাঠে লড়ছেন সম্বব্য প্রার্থীরা।
নড়েচড়ে মাঠ সরগরম করে তুলছে চেয়ারম্যান, সদস্য ও কাউন্সিল পদে সম্ভাব্য প্রার্থীরা। দলীয় নেতাকর্মী ও ভোটারদের সমর্থন আদায়ে ব্যনার,ফেস্টন ও চা-চক্রে প্রচার-প্রচারণা শুরু করে নিজেদের জানান দিচ্ছেন অনেকেই। দলীয় নেতা ও সমাজিক যোগাযোগ মাধ্যমেও সমানতালে চলছে দলের মনোনয়ন পেতে লড়াই। প্রচারণায় নেমেছে সম্ভব্য চেয়ারম্যান পদে প্রার্থী এবং কাউন্সিলাররা। শুধু মাঠেই নয় দলীয় সমর্থন পেতে প্রত্যেক ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশীর পক্ষ থেকে চলছে নানা রকম তদবীর, এতে রাজনৈতিক কার্যালয় হয়ে উঠেছে সরগরম। দলের সমর্থন পাওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে সম্ভাব্য প্রার্থীরা।
সরেজমিনে গেলে ভোটাররা জানান,এবারের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের অনেকেই মাঠ চষে বেড়াচ্ছেন এবং দলীয় মনোনয়ন চাইতে দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে যে নেতা মডেল ইউনিয়নে রুপান্তর করতে চান,ডিজিটাল গ্রাম গড়তে চান এবং ভাঙ্গা-গড়া মানুষের পাশে থেকে কাজ করতে চান দল তাকেই এবার মুল্যায়ন করবেন। কাউন্সিল বোর্ড ও নির্বাচনে মনোনয়ন বোর্ডের কাছে এমনই প্রত্যাশা করছেন অভিজ্ঞ মহল।
CBALO/আপন ইসলাম