খেলা ডেস্ক:নিষেধাজ্ঞা এবং করোনাকাল মিলিয়ে প্রায় ১৩ মাস পর আজ মঙ্গলবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা গেল বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে। ফরচুন বরিশালের বিপক্ষে আজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে তিনি ছিলেন বল হাতে উজ্জ্বল। ম্যাচের সব আলো তরুণ পেসার শহীদুল ইসলাম কেড়ে নিলেও সাকিব ছিলেন আপন মেজাজে।
চলতি টুর্নামেন্টে সাকিব খেলছেন জেমকন খুলনার হয়ে। দলে আছেন মাহমুদউল্লাহ, ইমরুল কায়েসর মতো বড় বড় তারকা। সাকিব বল হাতে দেখা দেন ইনিংসের সপ্তম ওভারে। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরান আফিফ হোসেন ধ্রুবকে। ৪ ওভারের বোলিং কোটা পূর্ণ করার সুযোগ হয়নি। ৩ ওভার বল করে খরচ করেছেন মাত্র ১৮ রান। নিয়েছেন ১ উইকেট।
সাকিবের প্রত্যাবর্তনের দিনে ১৭ রানে ৪ উইকেট নিয়ে বরিশাল শিবিরে ধস নামিয়েছেন শহীদুল ইসলাম। তামিম ইকবালের দলের সংগ্রহ দাঁড়িয়েছে ২০ ওভারে ৯ উইকেটে ১৫২ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়েছে খুলনা। প্রথম ওভারেই এনামুল হক বিজয় (৪) আর ইমরুল কায়েসকে (০) তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। ওয়ান ডাউনে ব্যাট করছেন সাকিব। এখন দেখার তিনি ব্যাট হাতে কী করেন।