তোর মনে আছ ?
তোর যখন মন খারাপ হতো
পাগলের ভাব ধরে তোর মুখে
হাসি নিয়ে এসেছি!
তোর মনে আছে ?
তুই যখন রাগ করতিস্
ঘন্টার পর ঘন্টা বকবক করে
তোর রাগ ভাঙ্গিয়েছি!
তোর মনে আছে ?
তুই যেখানে যাইতিস
তোর অগোচরে আমি
তোর পিছু নিয়েছি!
তোর মনে আছে?
তোর রাগের সময় তুই
আমাকে অনেক বকেছিস
কিন্তু তবুও তোর রাগ ভাঙ্গিয়েছি!
আজ তোর মনে নেই?
তোকে আমি ভালোবাসতাম
পাগলের মত করে
তবুও তুই ভালো থাকিস!
একথাটাও মনে রাখিস
আগেও ভালোবাসতাম তোরে
আজও ভালোবাসি তোরে
আগামিতেও ভালোবাসবো তোরে।
***********************************
মোছাঃ সিমি আক্তার, পাবনা, সিরাজগঞ্জ।
CBALO/আপন ইসলাম