রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
প্রথম ধাপে দেশের ২৫টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোঃ আলমগীর নির্বাচন ভবনে তফসিল ঘোষণা করেন। প্রথম ধাপের এ নির্বাচনে জেলার উজিরপুর ও বাকেরগঞ্জ পৌরসভা রয়েছে। নির্বাচনী তফসিল ঘোষনার পরপরই এ দুই পৌর এলাকার সাধারণ ভোটারদের মধ্যে ভোটের আমেজ সৃষ্টি হয়েছে। ইসির ঘোষিত তফসিল সূত্রে জানা গেছে, দেশের ২৫টি পৌরসভায় প্রথম ধাপের নির্বাচনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ১ ডিসেম্বর।
মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ৩ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮শে ডিসেম্বর। এবারও মেয়র পদে দলীয় প্রতীকে এবং সাধারণ ও সংরক্ষিত পদে নির্দলীয় প্রতীকে নির্বাচন হবে। পাশাপাশি সব পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
CBALO/আপন ইসলাম