-হাইরে-আত্মীয়,স্বজন?হাইরে-আমার আপনজন!
-এ কেমন মানসিকতা,আর কেমন তোদের মন??
-শুধুমাত্র বিপদে পড়লে আমাকে করিস স্বরণ!
-আর সুমধুর কণ্ঠে সোনা-জানপাখী এই সব বলিস করে ফোন!!
-আমি ভালো না খারাপ আছি খোজখবর নিস না সুদিনে কখনো-কোনক্ষন!!
-তোরা কোন ফরমুলার এটা আমার ব্রেনে গাথা বুদ্ধিমানের দল রাখিস স্বরণ??
(কবিতা-টি মহেশপুর উপজেলার ভালাইপুর ও বাথানগাছী গ্রামের আমার কিছু আত্মীয়-স্বজন-আপনজনদের উদ্যেশ্যে)
CBALO/আপন ইসলাম