লাগছে আমার সব কিছু
শুধু ফাঁকা ফাঁকা,
যায় কি কখনো এই ভাবে
ঘরের মধ্যে বাঁচা।
বন্দি জীবন বড্ড বেশি
লাগেছে একা একা,
কতদিন হলো কারো সাথে
হচ্ছে না যে দেখা।
উড়ন্ত জীবন আমার
কত করেছি উড়াউড়ি,
সেই আমি আজ কেমন করে
ঘরে মধ্যে থাকি।
কত কাছে বন্ধু-বান্ধব
আর কেউ বলে না হায়,
কত দিন হয় না দেখা
দোস্ত একটু আয়।
ঘর হতে বের হতেই
মনে লাগে ভয়,
এই বুঝি প্রান পাখি টা
বের হয়ে যায়।
করোনা তোর সাথে
দিচ্ছি হাজার আড়ি,
থাকিস না আর আমার দেশে
চলে যা তোর বাড়ি।
দোহায় লাগে করোনা
ধরি তোর পা,
আমার দেশ ছেড়ে
এবার চলে যা।
বন্দি জীবন আর যে
ভালো লাগছে না।
CBALO/আপন ইসলাম