টাঙ্গাইলের গোপালপুরে আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মেয়র পদে পুনরায় মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান পৌরমেয়র রকিবুল হক ছানার নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের গোহাটা মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সূতী পলাশ মাঠে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
বক্তব্যে মেয়র রকিবুল হক ছানা আওয়ামী লীগের দুর্দিনে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে নিজেকে ত্যাগী কর্মী দাবী করে বর্তমান মেয়রের দায়িত্বে থাকাবস্থায় এলাকায় উন্নয়নমূলক কার্যক্রমের বর্ণনা তুলে ধরেন। এ সময় তিনি জণগনের ভালোবাসায় সিক্ত হয়ে পৌরসভাটিকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনা সরকারের নৌকার মাঝি হিসাবে পুনরায় দলীয় মনোনয়নের প্রত্যাশা করেন।
মিছিলে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, গোপালপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আরিফ হাসান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বুলবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র কুন্ডুসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় পাঁচ হাজার লোক অংশ নেন।