সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

আজকের ফাইনালেই সেরাটা দিবেন তামিম?

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০, ১০:০৬ পূর্বাহ্ণ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে আজ মঙ্গলবার মাঠে নামছে তামিম ইকবালের দল লাহোর কালান্দার্স। দ্বিতীয় এলিমিনেটরে মুলতান সুলতান্সকে ২৫ রানে হারিয়ে ফাইনালে উঠে লাহোর। দুটি ম্যাচই দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে ইনিংসগুলো বড় করতে পারেননি এই বাহাঁতি।

প্রথম এলিমিনেটর ম্যাচে ২ চার ও ১ ছক্কায় ১০ বলে ১৮ রান করেছিলেন তামিম। দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে আরো স্বাচ্ছন্দে খেলেছেন তামিম ইকবাল। ৫টি চারের সাহায্যে ২০ বল থেকে ৩০ করে দলকে এনে দিয়েছিলেন দুর্দান্ত সূচনা। ইনিংস দুটি খুব বড় না করতে পারলেও দুটি ম্যাচই ছিলেন টি-টোয়েন্টি মেজাজে, আউট হওয়ার আগ পর্যন্ত খেলেছেনও নিখুঁত। ব্যাট হাতে আত্মবিশ্বাসীই মনে হচ্ছে তাঁকে। তাই আজকের ফাইনাল ম্যাচেই হয়তো তামিমের সেরাটা দেখা যেতে পারে। বড় ম্যাচে বরাবরই ভাল খেলেন তামিম । ২০১৯ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ৬১ বলে ১৪১ রানের ইনিংস খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। আজ আরো একটি টি-টোয়েন্টি লিগের ফাইনালে মাঠে নামছেন তিনি। তাই আজকের ফাইনালেও তামিমকে দেখা যেতে পারে বিধ্বংসী রূপে।

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। ফাইনালে তামিমদের প্রতিপক্ষ বাবর আজমের করাচি কিংস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর