একসময়ের মঞ্চ কাঁপানো মখরা
বক্তা আজ নির্জনে নিরব,
একসময়ের চরম নেশাগ্রস্ত ব্যক্তি
আজ ইবাদতে কলরব।
একসময়ের চরম হতাশাগ্রস্ত হয়েছে
চাকুরিজীবী আজ মুক্তভাবে চলছে,
একসময়ে চরম অহংকারী আজ
ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছে পৌছে ।
একসময়ে অরির কথা শুনে তেলে
বেগুনে জ্বলে উঠা ব্যক্তি,
বৈরীর সাথে চায়ের আড্ডায় বসে
করছে কতরকম চুক্তি।
একসময়ে ভালোবাসার জন্য যে
মেয়েটি করেছিল বিষ পান,
সেই মেয়েটি বেধেছে সংসার অন্যের
বউ হয়ে জন্ম দিয়েছে সন্তান।
একসময়ের ছদ্মবেশী হুজুর আজ
দিন কাটাচ্ছে জেল হাজতে,
একসময়ের দঢ় মুসলিম বিরোধী
যাচ্ছে মসজিদে নামাজ পড়তে।
একসময়ের ক্ষমতাহীন নির্ধন কিশোর
আজ অসহায়দের সাহায্য করছে,
একসময়ের বিশাল ধনাঢ্য ব্যক্তি
ক্ষমতা হারিয়ে দ্বারে দ্বারে ঘুরছে।
কত যে পরিবর্তন হচ্ছে নিরন্তর এই
ধরাতে নিত্য মানুষের জীবনে,
সময় থাকতে নিজেকে পরিবর্তন
করো সত্যের প্রয়োজনে।