পিতা হল মাথার ছাতা
মা, অন্ধকারের বাতি,
ভাই হল পথের দিশা
বোনটা খেলার সাথী।।
দাদা হল নাতি নাতনির সাথে
রসের গল্প করা,
সারাদিনের ক্লান্তি গুলো
এক নিমেষেই ঝড়া।।
দাদির সাথে মাতা মাতি
পুরনো দিনের কথা,
রাজা রানীর গল্প শুনতাম
রাখতাম কোলে মাথা।।
স্ত্রী হল ঘরের শোভা
সুখ দুঃখের সাথী,
পুত্র সন্তান থাকলে ঘরে
জ্বলবে বংশে বাতি।।
ভাবি হলো আবদারের তরে
সকল কথার মালা,
পরিবারের সবাইকে নিয়ে
একই সাথে চলা চলা।।