একলা জীবন সুখের ছিল
সব আজ স্মৃতি হলো,
একা একা পড়ে থাকি
স্মৃতি গুলো নিয়ে ভাবি।
একা একা লাগে না ভালো
সবই যে হারিয়ে গেল,
স্মৃতি গুলো দিচ্ছে হাতছানি
পরিবারটাকে খুব মিস করি,
যাব ফিরে কবে বাড়ি।
হাসা হাসি কাছাকাছি
অকারণে বারাবারি
ভাই-বোনদের সাথে কাটানো সময়,
নিরবে আমাকে কাঁদায়।
কবে পাবো তাদের দেখা
লাগে না আর ভালো একা,
মা-বাবা ভাই-বোন সবাই আছে
তবু যেন সব হারিয়ে গেছে।
সামাজিক নিয়ম দূরে থাকা
পর কে আপন করে রাখা,
বিয়ে মানেই বন্ধি জীবন
পর কে করে রাখা আপন।
CBALO/আপন ইসলাম