আমি বড় হতে চাই
কিন্তু ক্ষুদ্র এই ভুবনে
বড়দের যে অভাব নাই।
আমি লেখক হতে চাই
কিন্তু লেখনীর এই ভুবনে
লেখকের যে অভাব নাই।
আমি জ্ঞানী হতে চাই
কিন্তু গুণীদের এই ভুবনে
জ্ঞানীর যে অভাব নাই।
আমি মানুষ হতে চাই
কারণ মানুষের এই ভুবনে
মানুষ যে বেশি নাই।
CBALO/আপন ইসলাম