তোর কপালে জুটবে স্বামী
দেখিস বলে দিলাম,
দাঁত পড়া আর চুল নেই মাথায়
আগাগোড়া সমান।।
অনেক করেছ রূপের বড়াই
রূপ যে আছে যত,
ভাবেই তুমি চলেছে এখন
শুকনো পাতার মতো।।
আর করো না রূপের বড়াই
আটা মাখা মুখে,
তোমার চেয়ে রহিম মিয়া
আছে অনেক সুখে।।
রুপের ঝলক আটার সাথে
বড্ড বেমানান,
তোমার সাথে রহিম মিয়ার
ছিল, এটাই ব্যবধান।।
CBALO/আপন ইসলাম